বিজ্ঞাপনে মিসওয়াক কে বর্জন করার আহ্বান জানাচ্ছে স্কয়ার কোম্পানী!
লিখেছেন লিখেছেন এমএ হাসান ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:০০:৩৪ রাত
১/ বিজ্ঞাপন টির প্রথমেই দেখানো হচ্ছে, এক নেতা তার মুখের দুর্গন্ধ এর কারণে জনসভায় উপস্থিত থেকে তার এক চ্যালাকে দিয়ে তার বক্তব্য পড়ে শুনাচ্ছে আর তিনি বাক প্রতিবন্ধির মত একহাতে ইশারা করছেন ও আরেক হাতে মুখ চেপে ধরে আছেন।
২/ সাথে সাথেই উপস্থিত জনতার একজন বলে উঠল যে ভোটে দাড়াইব সে কথা কচ্ছেনা কেন, তোর নেতা কি বোবা নাকিরে? আরেক জন বলে উঠে কথা কইব কেমনে ? তার মুখে তো গন্ধ । আরেক শ্রোতা বলল যার মুখে গন্ধ তার ভোট বন্ধ।সাথে সাথে সকল জনতা সভা ত্যাগ করে যার মুখে গন্ধ তার ভোট বন্ধ
শ্লোগান দিতে দিতে চলে গেল ।
৩/ ( ব্যাকফ্ল্যাশ দৃশ্য পট) এ দেখানো হল তিনি সকাল বেলা মেসওয়াক ও কালো দাতের মাজন দিয়ে দাত মাজেন তাই তার মুখের দুর্গন্ধ যায়না।
৪/এবার তার স্ত্রী তাকে বলল এই সব ছাড়। এর পর এনে দেয়া হল ম্যাজিক টুথ পাওডার ও ব্রাশ । ওই লোক তা দিয়ে দাত মাজার পর আবার ও জনসভায় গেলেন এবং নিজেই মুখ খুলে ভাষণ দিলেন ।
৫/ এবার সবাই তাকে বাহবা দিলো , আর সাথে সাথে বলা হল সব ছাড়ুন ম্যাজিক টুথ পাওডার ব্যাবহার করুন । এভাবে তারা আমাদের নবীজির সুন্নাত কে বর্জন করার আহ্বান জানাচ্ছে , অথছহাদিসে মিসোয়াক ব্যাবহার করার ব্যাপারে অনেক তাগিদ দেওয়া হয়েছে ও এর অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে । তাই আসুন এইনাসারা মুরতাদ দের এই ঘৃন করমের প্রতিবাদ জানাই ।
(ফেসবুক থেকে )
বিষয়: বিবিধ
১৩৭৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
@ রক্তলাল ,অবশ্যই যৌক্তিক
মূল শিক্ষার দিকে মনযোগ না দিয়ে আমরা অপ্রয়োজনীয় জিনিষ নিয়ে খুব বেশী মাথা ঘামাই।
বিনহারুনলিখেছেন : ধন্যবাদ আশাকরি মুসলিমরা বুঝতে পারবে.
মন্তব্য করতে লগইন করুন