বিজ্ঞাপনে মিসওয়াক কে বর্জন করার আহ্বান জানাচ্ছে স্কয়ার কোম্পানী!

লিখেছেন লিখেছেন এমএ হাসান ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:০০:৩৪ রাত

১/ বিজ্ঞাপন টির প্রথমেই দেখানো হচ্ছে, এক নেতা তার মুখের দুর্গন্ধ এর কারণে জনসভায় উপস্থিত থেকে তার এক চ্যালাকে দিয়ে তার বক্তব্য পড়ে শুনাচ্ছে আর তিনি বাক প্রতিবন্ধির মত একহাতে ইশারা করছেন ও আরেক হাতে মুখ চেপে ধরে আছেন।

২/ সাথে সাথেই উপস্থিত জনতার একজন বলে উঠল যে ভোটে দাড়াইব সে কথা কচ্ছেনা কেন, তোর নেতা কি বোবা নাকিরে? আরেক জন বলে উঠে কথা কইব কেমনে ? তার মুখে তো গন্ধ । আরেক শ্রোতা বলল যার মুখে গন্ধ তার ভোট বন্ধ।সাথে সাথে সকল জনতা সভা ত্যাগ করে যার মুখে গন্ধ তার ভোট বন্ধ

শ্লোগান দিতে দিতে চলে গেল ।

৩/ ( ব্যাকফ্ল্যাশ দৃশ্য পট) এ দেখানো হল তিনি সকাল বেলা মেসওয়াক ও কালো দাতের মাজন দিয়ে দাত মাজেন তাই তার মুখের দুর্গন্ধ যায়না।

৪/এবার তার স্ত্রী তাকে বলল এই সব ছাড়। এর পর এনে দেয়া হল ম্যাজিক টুথ পাওডার ও ব্রাশ । ওই লোক তা দিয়ে দাত মাজার পর আবার ও জনসভায় গেলেন এবং নিজেই মুখ খুলে ভাষণ দিলেন ।

৫/ এবার সবাই তাকে বাহবা দিলো , আর সাথে সাথে বলা হল সব ছাড়ুন ম্যাজিক টুথ পাওডার ব্যাবহার করুন । এভাবে তারা আমাদের নবীজির সুন্নাত কে বর্জন করার আহ্বান জানাচ্ছে , অথছহাদিসে মিসোয়াক ব্যাবহার করার ব্যাপারে অনেক তাগিদ দেওয়া হয়েছে ও এর অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে । তাই আসুন এইনাসারা মুরতাদ দের এই ঘৃন করমের প্রতিবাদ জানাই ।

(ফেসবুক থেকে )

বিষয়: বিবিধ

১৩৭৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173922
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৬
বিন হারুন লিখেছেন : ধন্যবাদ আশাকরি মুসলিমরা বুঝতে পারবে.
173935
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক যুক্তিক একটা কথা তুলে ধরেছেন। একমত
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৭
127382
রক্তলাল লিখেছেন : মোটেও যৌক্তিক না
০৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৩
127849
এমএ হাসান লিখেছেন : ধন্যবাদ।

@ রক্তলাল ,অবশ্যই যৌক্তিক
173942
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০০
শিশির ভেজা ভোর লিখেছেন : সুকৌশলে ইসলামের বিরুদ্ধে এসব করা হচ্ছে কিন্তু আমরা যারা বাঙ্গালি আমজনতা এসব না বুঝে ছাইপাস ব্যবহার করে দাতের বারোটা বাজাচ্ছি।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৫
127850
এমএ হাসান লিখেছেন : ছাই ব্রাশের চেয়ে কয়লা ব্যাবহার ভাল মনে হয়।মন্তব্যের জন্য ধন্যবাদ
173946
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৬
রক্তলাল লিখেছেন : সুন্নত কি গাছের ডাল ব্যবহার করা? নাকি দাত পরিস্কার করা?

মূল শিক্ষার দিকে মনযোগ না দিয়ে আমরা অপ্রয়োজনীয় জিনিষ নিয়ে খুব বেশী মাথা ঘামাই।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪০
127847
এমএ হাসান লিখেছেন : ব্রাশ পেস্ট দিয়ে দাত মাজা সুন্নত কখনোই শুনি নাই বরং মেসওমাক(গাছের ডাল ) দিয়ে দাত মাজা সুন্নত বহু জায়গায় শুনেছি ও পড়েছি।অবশ্য মওদুদ সাহেব /জাকের নায়েক পন্থিদের কাছে .......
১৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৩১
130066
রক্তলাল লিখেছেন : তখন কি টুথপেস্ট ব্রাশ এর বিজনেস ছিল আপনার?
173955
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৩
আওণ রাহ'বার লিখেছেন : প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক যুক্তিক একটা কথা তুলে ধরেছেন। একমত
বিনহারুনলিখেছেন : ধন্যবাদ আশাকরি মুসলিমরা বুঝতে পারবে.
০৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৬
127851
এমএ হাসান লিখেছেন : ধন্যবাদ
173985
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩৪
বড়মামা লিখেছেন : বর্তমানে পেস্ট ব্যবহার খারাপ কিছু না এগুলি বিজ্ঞানের ফসল ।অজুর আগে একটু মেস ওয়া
০৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৭
127852
এমএ হাসান লিখেছেন : পেস্ট খারাপ না বাট সুন্নত ইজ নাম্বার ওয়ান
173987
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩৪
গৃহস্থের কইন্যা লিখেছেন : ঠিক বলেছেন, এটি ইসলামের অবমাননা। টুর্থপেষ্ট, ব্রাস........... ইসলামে হারাম

০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৪
127426
বড়মামা লিখেছেন : টুর্থপেষ্ট ব্রাস হারাম এটা মিত্যা কথা পেষ্ট যদি হারাম কিছু দিয়া বানায় তাহলে হারাম হবে ।এভাবে সরাসরি পেষ্ট ব্রাস হারাম বলা ঠিক না।ভালো করে বুজে তার পর ফতোয়া দেন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File